দেশের সাত বিভাগ থেকে পুরুষের চেয়ে নারীরা বেশি সংখ্যায় ঢাকা বিভাগে অভিবাসী হচ্ছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্সের (এসভিআরএস) ২০২১ প্রতিবেদন অনুযায়ী, সে বছর ঢাকা বিভাগে নারী অভিবাসনের হার ছিল হাজারে প্রায় ১১৩। যা আগের বছর ছিল ১০৯।
নারীর এই অভিবাসনের মূল কারণ ছিল পরিবারের সাথে বসবাস।
২০২০ সালের তুলনায় ২০২১ সালে আন্তঃঅভিবাসনের হার বেড়েছে নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই।
ঢাকা বিভাগ ছাড়ছে কম
এসভিআরএস’র বিগত দুই বছরের অভিবাসন ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকামুখী অভিবাসন বাড়লেও কমেছে ঢাকা বিভাগ ছেড়ে যাওয়া মানুষের হার।
নারী আন্তঃঅভিবাসেনর কারণ
এসভিআরএস’২০২১ সালের রিপোর্টের ডেটা পর্যালোচনা করে দেখা যায়, নারী আন্তঃঅভিবাসনের মূল কারণ পরিবারের সাথে বসবাস করা (৫৮.৩%)। বহিঃঅভিবাসনের ক্ষেত্রেও এই হার সর্বোচ্চ (৫৪.৭%)।
নারী অভিবাসনের দ্বিতীয় প্রধান কারণ বৈবাহিক সম্পর্ক। বিয়ের কারণে শতকরা প্রায় ২৫% নারী অভিবাসী হন।