ঘরের বাইরে আগের চেয়ে কিছুটা বেশি খাওয়া দাওয়া করছে নগরের মানুষ।
২০১০ সালে নগরে মাথাপিছু বাইরে খাওয়ার পরিমাণ ছিল ৩৪ দশমিক ৯৭ গ্রাম, যা বেড়ে হয়েছে ৩৯ দশমিক ৪৭ গ্রাম।
কমেছে নগরাঞ্চলের মানুষের দুধ ও দুধজাত খাবার এবং ফল খাওয়ার পরিমাণও।
২০১০ সালের তুলনায় তারা ৯ গ্রাম দুধ ও দুধজাত খাবার কম খাচ্ছে। ফল খাওয়া কমেছে প্রায় ৫ গ্রাম।
কিছুটা বেড়েছে সুর্নির্দিষ্ট তালিকায় পড়ে না এমন নানাবিধ খাবারের পরিমাণ (২ গ্রাম)।