২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন- এই ১২ মাসে দেশে ১৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী কর্মক্ষম জনসংখ্যা ছিল ১০ কোটি ৯ লাখ ১০ হাজার। এই সময়ে বেকার জনসংখ্যা ছিল ২৬ লাখ ৮০ হাজার।
১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬-১৭ ও ২০১৫-১৬ অর্থবছরের জরিপ তুলনা করে দেখায় যায়, নগরে সামগ্রিকভাবে বেকারত্ব বেড়েছে ৩০ বছরের কম বয়সী মানুষদের মধ্যে; এই বৃদ্ধি প্রায় ৩ শতাংশ।
২. একই সময়ে নগরে নারীদের ক্ষেত্রেও বেকারত্ব বেড়েছে ৩০-এর কম বয়সীদের মধ্যে। বেকারত্ব বেশি বেড়েছে ২৪ বছরের কম বয়সীদের মধ্যে।
৩. ওই এক বছরের ব্যবধানে নগরে পুরুষদের বেকারত্বের হারে তেমন উল্লেখযোগ্য হ্রাস-বৃদ্ধি দেখা যায়নি।
২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত দেশে বেকার জনসংখ্যা ছিল ১০ কোটি ৬ লাখ ১০ হাজার।