বাংলাদেশের গ্রামাঞ্চল ও নগর। দুই জায়গার মানুষকে ভিন্নভিন্ন খাতে টাকা বেশি খরচ করতে হয়।
পরিসংখ্যান ব্যুরোর ডেটায় দেখা যায়, গ্রামাঞ্চলের মানুষ খাবার ও পানীয় খাতে নগরাঞ্চলের মানুষের চেয়ে বেশি টাকা খরচ করে।
একইভাবে পোশাক-জুতা এবং জ্বালানি ও আলোর জন্য বেশি টাকা খরচ করে গ্রামাঞ্চলের মানুষ।
নগরাঞ্চলের মানুষ টাকা খরচে এগিয়ে গৃহায়ণ ও বাসাভাড়া এবং শিক্ষাখাতে।
সুনির্দিষ্ট তালিকায় ফেলা যায় না এমন বিবিধ খাতেও নগরের মানুষ গ্রামের মানুষের চেয়ে বেশি ব্যয় করে।