সরকারি-বেসরকারি মিলিয়ে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে দেশে পুরুষ শিক্ষকের সংখ্যা পৌনে দুই লাখের বেশি। এদের প্রায় ৬৫% প্রশিক্ষিত শিক্ষক।
দেশে নারী শিক্ষকের সংখ্যা ৬০ হাজারের বেশি, যার ৬০% প্রশিক্ষিত।
শিক্ষা পরিসংখ্যান বিষয়ক সরকারি প্রতিষ্ঠান ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে (২০১৭) এ তথ্য জানা যাচ্ছে।
শিক্ষকদের নেয়া প্রশিক্ষণের মধ্যে রয়েছে বিএড, বিপিএড, ডিপ্লোমা ইন এড, বিএজিএড (কৃষি), এমএডসহ বিভিন্ন ডিগ্রি রয়েছে।
মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয়ে পুরুষ শিক্ষক আছেন প্রায় ৬ হাজার। এদের ৭০ শতাংশের বেশি প্রশিক্ষিত।
নারী শিক্ষকের সংখ্যা প্রায় আড়াই হাজার, যার প্রায় ৮০ শতাংশ প্রশিক্ষিত।
উচ্চ মাধ্যশিক শাখা রয়েছে- এমন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ৯০% নারী ও ৮০% পুরুষ শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত।
মাধ্যমিক পর্যায়ের বেসরকারি বিদ্যালয়ের নারী শিক্ষকদের ৬০ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত। পুরুষ শিক্ষকদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭০%।
উচ্চ মাধ্যশিক শাখা রয়েছে- এমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ৬০% পুরুষ প্রশিক্ষণপ্রাপ্ত। এক্ষেত্রে প্রশিণপ্রাপ্ত নারী শিক্ষকের সংখ্যা ৬০ শতাংশের কাছাকাছি।