বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে গণিত পড়ান এমন শিক্ষকদের ৬% গণিতে স্নাতক (সম্মান)। গণিতে স্নাতকোত্তর শিক্ষক প্রায় ৮%।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০১৮ সালের তথ্য পর্যালোচনা করে তা জানা গেছে।
দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গণিত বিষয়ে শিক্ষকের সংখ্যা ৩,৩০৮। এর মধ্যে গণিতে স্নাতক (সম্মান) শিক্ষক ৪০১। যা মোট শিক্ষকের ১২ শতাংশ। তবে পদার্থ, রসায়ন, গণিতসহ স্নাতক শিক্ষক সবচেয়ে বেশি (৭৮৯), যা মোট শিক্ষকের প্রায় ২৪%।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গণিত শিক্ষকের সংখ্যা ৫০ হাজার। সেখানে গণিতে স্নাতক (সম্মান) ২,৮৫৩ জন, শতকরা হারে যা ৬%।
বেসরকারি গণিত শিক্ষকদের মধ্যেও পদার্থ, রসায়ন, গণিতসহ স্নাতক শিক্ষকের সংখ্যাই বেশি।
গত বছর বাংলাদেশে মাধ্যমিকে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৬৫০।
এই অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সিলেট শিক্ষা বোর্ডে প্রায় ২৫%, বরিশাল শিক্ষা বোর্ডে ১৯%, ঢাকা শিক্ষা বোর্ডে ১৫%, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৪%, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১৩%, রাজশাহী ও কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬% করে এবং যশোর শিক্ষা বোর্ডে ৩% শতাংশ শিক্ষার্থী মাধ্যমিকে গণিতে পাশ করতে পারেনি।