ডেটা যেখানে মানুষের কাছাকাছি

সহপাঠ : ঢাকায় ৯% বিদ্যালয়ে মেয়েদের পৃথক শৌচাগার নেই

শেয়ার করুন

ঢাকা সিটি কর্পোরেশনে ৩৭৭টি বিদ্যালয়ে সহপাঠের ব্যবস্থা আছে। এর মধ্যে ৩৩টি (৮.৭৫%) বিদ্যালয়ে মেয়েদের জন্য এখনো পৃথক শৌচাগারের ব্যবস্থা নেই।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)’র ২০২০ সালের স্কুল সম্পর্কিত ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, ৮৮.৫% বিদ্যালয়ে মেয়েদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা আছে। ৩% বিদ্যালয়ের ডেটা নিশ্চিত হওয়া যায়নি।

নূন্যতম ১০টি বিদ্যালয় আছে এমন এলাকার মধ্যে গুলশান, রমনা ও খিলক্ষেতের সব বিদ্যালয়েই মেয়েদের জন্য পৃথক শৌচাগার আছে।

দক্ষিণখানে ২০টি সহপাঠ বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ ৪টি বিদ্যালয়ে নেই পৃথক শৌচাগার। ধানমন্ডি ও পল্লবীতেও ২০টির বেশি বিদ্যালয়, উভয় এলাকায় ৩টি করে বিদ্যালয়ে ছেলে-মেয়েদের জন্য এখনো পৃথক শৌচাগারের ব্যবস্থা নেই।

অন্তত ৫টি বিদ্যালয় আছে এমন এলাকা বিশ্লেষণ করলে দেখা যায়, তুরাগে সহপাঠ ৬টি বিদ্যালয়ের অর্ধেকেই নেই মেয়েদের আলাদা শৌচাগার। মতিঝিলের ৮টির মধ্যে নেই ১টি বিদ্যালয়ে।

ডিসিসি’তে সহপাঠের ব্যবস্থা আছে এমন বিদ্যালয়গুলোর মধ্যে ২৮৫টিতে বাংলা মাধ্যমে পাঠদান করানো হয়। ৯২টি বিদ্যালয় পরিচালিত হয় ইংরেজি মাধ্যমে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *