মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোয় গণিত বিষয়ের শিক্ষকদের মধ্যে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকের সংখ্যা কম।
ব্যানবেইসের ২০১৬ সালের ডেটা অনুযায়ী, সরকারি বেসরকারি মিলিয়ে ৪৭ হাজার ১৯৩ জন গণিত শিক্ষকের মধ্যে গণিতে স্নাতক ২,৮২৪ জন (৫.৯৮%)। স্নাতকোত্তর আছেন ৩,৯১০ জন (৮.২৯%)।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটোই পড়ানো হয়- এমন শিক্ষা প্রতিষ্ঠানে গণিত শিক্ষক আছেন মোট ৪ হাজার ৩২৯ জন।
এদের মধ্যে ৫৪৮ জন (১২.৬৬%) গণিতে স্নাতক। স্নাতকোত্তর ৯০১ জন (২০.৮১%)।