মঙ্গলবার থেকে অনশনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি জাতীয়করণ। মানা না হলে আমরণ অনশনেও যেতে পারেন, বলা হয়েছে গণমাধ্যমের খবরে।
জাতীয়করণের বাইরে আছেন কত বেসরকারি প্রাথমিক শিক্ষক? জাতীয়করণই বা করা হয়েছে কতজনকে?
বার্ষিক প্রাথমিক শিক্ষা শুমারি ২০১৭ (চূড়ান্ত খসড়া) বলছে, বর্তমানে সর্বমোট ২ লাখ ৩৮ হাজার ৮৫ জন শিক্ষক আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোন বিভাগে কত জন?
নতুন করে জাতীয়করণের আওতায় এসেছেন ১ লাখ ৯ হাজার ৩শ ৬৭ জন শিক্ষক। সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি জাতীয়করণ হলো কোন বিভাগে?
নতুন করে জাতীয়করণ হওয়া শিক্ষকদের মোট সংখ্যাটি বিদ্যমান শিক্ষকদের ৫৫ দশমিক ৩ শতাংশ। শতাংশ বিবেচনায় সবচেয়ে বেশি জাতীয়করণ কোন বিভাগে?
এদের বাইরে দেশে ১২ হাজার ৬০ জন অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক শিক্ষক রয়েছে বলে জানান হয়েছে শিক্ষা শুমারিতে।