ডেটা যেখানে মানুষের কাছাকাছি

অনশন: জাতীয়করণে কত শিক্ষক, বাদ পড়েছেন কত?

শেয়ার করুন

[বেসরকারি প্রাথমিক শিক্ষকদের নিয়ে ২৪ জানুয়ারি ডেটাফুল.এক্সওয়াইজেডে প্রকাশিত প্রতিবেদনটি পুনঃপ্রকাশ করা হলো।]

আমরণ অনশনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।  দাবি জাতীয়করণ।  অনশনের ষষ্ঠ দিন পার হলো ১ ফেব্রুয়ারি।

জাতীয়করণের বাইরে আছেন কত বেসরকারি প্রাথমিক শিক্ষক? জাতীয়করণই বা করা হয়েছে কতজনকে?

বার্ষিক প্রাথমিক শিক্ষা শুমারি ২০১৭ (চূড়ান্ত খসড়া) বলছে, বর্তমানে সর্বমোট ২ লাখ ৩৮ হাজার ৮৫ জন শিক্ষক আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোন বিভাগে কত জন?

সূত্র: বার্ষিক প্রাথমিক শিক্ষা শুমারি ২০১৭ (চূড়ান্ত খসড়া)

নতুন করে জাতীয়করণের আওতায় এসেছেন ১ লাখ ৯ হাজার ৩শ ৬৭ জন শিক্ষক।  সংখ্যার হিসাবে সবচেয়ে বেশি জাতীয়করণ হলো কোন বিভাগে?

সূত্র: বার্ষিক প্রাথমিক শিক্ষা শুমারি ২০১৭ (চূড়ান্ত খসড়া)

নতুন করে জাতীয়করণ হওয়া শিক্ষকদের মোট সংখ্যাটি বিদ্যমান শিক্ষকদের ৫৫ দশমিক ৩ শতাংশ।  শতাংশ বিবেচনায় সবচেয়ে বেশি জাতীয়করণ কোন বিভাগে?

সূত্র: বার্ষিক প্রাথমিক শিক্ষা শুমারি ২০১৭ (চূড়ান্ত খসড়া)

এদের বাইরে দেশে ১২ হাজার ৬০ জন অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক শিক্ষক রয়েছে বলে জানান হয়েছে শিক্ষা শুমারিতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *