ডেটা যেখানে মানুষের কাছাকাছি

এক মাসে যেমন বাড়ল চাল ডাল আটা তেলের দাম

শেয়ার করুন

ঢাকায় ২৪শে অগাস্ট মোটা চালের (স্বর্ণা/চায়না ইরি) সর্বনিম্ন দাম প্রতি কেজি ৫৫ টাকা। এক মাস আগে তা ছিল ৪৮ টাকা। এক মাসে মোটা চালের দাম কেজিতে বেড়েছে ১৫%।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)’র ডেটা অনুযায়ী, ১ মাসের ব্যবধানে সরু চালেরও (নাজির/মিনিকেট) দাম বেড়েছে প্রায় ৬%। এক বছরের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে ১৩%, মোটা চালের ক্ষেত্রে তা বেড়েছে প্রায় ১৯%। দামের ব্যবধান দেখুন গ্রাফে।

খোলা আটার দাম এক মাসে বেড়েছে ২০%। মোড়কজাত আটার দামও এক মাসে বেড়েছে প্রায় ১৭.৫%। এক বছরের ব্যবধানে খোলা ও মোড়কজাত আটার দাম বেড়েছে ৬০%-এর বেশি। দামের ব্যবধান দেখুন গ্রাফে।

এক মাসে সয়াবিন তেলের (খোলা ও বোতল) বাজারমূল্য রয়েছে অনেকটাই স্থিতিশীল। কিন্তু এক বছরে তা বেড়েছে ৩০%-এর বেশি।

এক বছরে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ। দামের ব্যবধান দেখুন গ্রাফে।

মসুর ডালের দাম এক মাসে খুব বেশি না বাড়লেও, এক বছরে বেড়েছে প্রায় ৪০%। এক বছর আগে বড় দানার মসুর ডালের দাম ছিল ৭৫-৮০ টাকা। বর্তমানে প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১০৫ টাকা থেকে ১১০ টাকায়। দামের ব্যবধান দেখুন গ্রাফে।

মাসের ব্যবধানে বাজারভেদে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ২৫ টাকা পর্যন্ত। ঢাকার বাজারে এখন ব্রয়লার মুরগি কেনা যাচ্ছে কেজি ১৭০-১৮০ টাকা হিসেবে। যেখানে এক মাস আগেও এই দর ছিল ১৪৫-১৬০ টাকা। সেই হিসেবে এক মাসে মুরগির দাম বেড়েছে ১৫%। দামের ব্যবধান দেখুন গ্রাফে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *