আট বছরের ব্যবধানে (২০১১-২০১৮) ঢাকায় মটর সাইকেলের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে। এক বছরের কম হিসেবে (২০১১-২০১৭) মটর সাইকেল চালনার লাইসেন্সের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডেটা অনুযায়ী, ২০১৪ সালে ঢাকায় আগের বছরের তুলনায় প্রায় ছয় হাজার বেশি মটর সাইকেল নিবন্ধন হয়। তবে ওই বছরই মটর সাইকেল চালনার লাইসেন্স নিবন্ধনের সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় ছয় হাজার কমে যায়!
চলতি বছরের প্রথম তিন মাসে ঢাকায় নিবন্ধন হয়েছে ২৩,৭৭৫টি মটর সাইকেল।
২০১৬ সালের শেষ দিকে ঢাকায় কার নিয়ে শুরু হয় রাইড শেয়ারিং সার্ভিস উবার। এ পটভূমিতে ২০১৭ সালে বেশ পরিচিতি লাভ করে মটর সাইকেল নিয়ে চালু হওয়া একই ধরনের সেবা পাঠাও।
সেই বছর ঢাকায় মটর সাইকেল নিবন্ধনের সংখ্যা আগের বছরের চেয়ে ৪০% বেড়ে যায়।
পাঠাওয়ের বিপুল প্রসারের পরের বছর (২০১৮) সালে উবারও তার সেবাবহরে মটর সাইকেল যুক্ত করে। ওই বছর ঢাকায় মটর সাইকেল নিবন্ধনের সংখ্যা আগের বছরের চেয়ে ৩৮% বেড়ে যায়।
এই দুই সার্ভিস শুরুর আগের তিন বছরে, অর্থাৎ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে মটর সাইকেল নিবন্ধন বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২৫%, ৪২% ও ১৫%।