মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট দলের এই অধিনায়ককে নিয়ে বেশি কিছু বলার নেই।
মূলত বোলার হলেও ব্যাট হাতেও তিনি দলের প্রয়োজনে মাঝেমধ্যে মারকুটে হয়ে ওঠেন।
তার এই মারকুটে পরিচয়ের সত্যতা ডেটাতেও পাওয়া যায়।
শুধু পরিচয়ই নয় অবশ্য, খানিকটা বিস্ময়কর তথ্যও পাওয়া যায় বাংলাদেশের গত পাঁচ বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনা করলে।
তা হলো ব্যাটিংয়ে মাশরাফি বাংলাদেশের শীর্ষ ১০ খেলোয়াড়ের একজন! তালিকার অনুমিতভাবেই আছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল আছেন তিন নম্বরে। দুই নম্বরে আছেন উইকেটকিপার পরিচয় ছাপিয়ে যাওয়া ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
বাংলাদেশের প্রথম বিশ্বকাপ (১৯৯৯) দলের সদস্য মিনহাজুল আবেদীনও আছেন তালিকায়। ১০ নম্বরে।