নগর বলতেই মনে আসে ইট/সিমেন্টের তৈরি ঘরের কথা।
কিন্তু দেশের নগরাঞ্চলে এই উপকরণে তৈরি ঘরের দেয়ালের পরিমাণ সেই আশামাফিক নয়।
দেশের নগরাঞ্চলে প্রায় ৫৭ শতাংশ বসতঘরের দেয়াল ইট/সিমেন্টের তৈরি।
উল্লেখযোগ্য একটি অংশ (৩৩%) ঘরের দেয়াল তৈরি হয় সিআই শিট বা কাঠে।
সিআই শিটকে চলতি ভাষায় আমরা টিন নামে চিনি।
আর ৫ শতাংশ ঘরের দেয়াল তৈরি হয় মাটি/ইট/কাঠ দিয়ে।