নগর বলতেই মনে আসে ইট/সিমেন্টের তৈরি ঘরের কথা।
সেই ইট/সিমেন্টের দেয়ালঅলা ঘরের সংখ্যা সাত বছরে প্রায় অপরিবর্তিতই রয়েছে দেশের নগরাঞ্চলে।
বেড়েছে সিআই শিট/কাঠের দেয়ালের ঘরের সংখ্যা। সিআই শিটকে চলতি ভাষায় আমরা টিন নামে চিনি।
২০১০ সালে ২৫ দশমিক ৪ শতাংশ ঘরের দেয়াল ছিল টিন/কাঠের যা বেড়ে ৩২ দশমিক ৯৫ শতাংশ হয়েছে।
খড়/বাঁশ/পাতার দেয়ালের ঘরের সংখ্যা প্রায় ছয় শতাংশ কমেছে।