খাবারে তো খরচ কমিয়েছেই বাংলাদেশের নগর অঞ্চলের মানুষ। খাবারের পরিমাণ বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর ডেটা বলছে, নগরবাসীরা শর্করাও খাচ্ছে কম পরিমাণে।
ভাত, গম, আলু- শর্করার এই তিন উৎসই নগর অঞ্চলের মানুষের খাবার টেবিলে পরিমাণে কমে এসেছে সাত বছরের ব্যবধানে।
নগরে ২০১০ সালের তুলনায় ২০১৬ সালে মাথাপিছু ভাত খাওয়ার পরিমাণ কমেছে ২৭ গ্রাম।
শর্করার অন্য দুই উৎস গম ও আলু খাওয়ার পরিমাণ কমেছে যথাক্রমে ৭ ও ৫ গ্রাম।
সবজির পরিমাণ বেড়েছে মাথাপিছু প্রায় ২০ গ্রাম।