ঢাকা শহরের আট এলাকায় কোভিড-১৯ পজিটিভ শনাক্তের সংখ্যা অন্য এলাকাগুলির তুলনায় বাড়ছে। ১২ এপ্রিল (রবিবার) আইইডিসিআর প্রকাশিত ঢাকা শহরের কোভিড-১৯ পজিটিভ তালিকা বিশ্লেষণে এ তথ্য জানা যাচ্ছে। ১২ এপ্রিলের তালিকায় অন্তত ১০ জন কোভিড-১৯ পজিটিভ- এরকম এলাকা আটটি। এগুলো হলো: উত্তরা, ওয়ারি, টোলারবাগ, ধানমন্ডি, বাসাবো, মিরপুর-১১, মোহাম্মদপুর ও লালবাগ। এলাকাগুলিতে […]