ডেটা যেখানে মানুষের কাছাকাছি

করোনা: শীতের আগেআগে বাড়ছে শনাক্তের হার

শেয়ার করুন

শীতে বাংলাদেশেও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সংশ্লিষ্ট সবাই এমন আশঙ্কা করছেন।

নভেম্বর মাসের কোভিড-১৯ শনাক্তের ধারাও দ্বিতীয় ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে।

case rate
ডেটা : বাংলাদেশ স্বাস্থ্য অধিধফতর

নভেম্বর মাসে করোনায় শনাক্তের গড় হার ছিল ১৩.১ শতাংশ যা অক্টোবর মাসের চেয়ে ১.৭% বেশি। অক্টোবর মাসে শনাক্তের গড় হার ছিল ১১.৪০ শতাংশ।

নভেম্বরের প্রথম ১০ দিনে শনাক্তের গড় হার ছিল ১২%, পরবর্তী ১০ দিনে ১৩%। শেষ ১০ দিনে শনাক্তের গড় প্রায় ১.৪% বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৪.৪০%।

ডেটা : বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর

৩০ নভেম্বর দেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ২,৫২৫ জন। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ ২ সেপ্টেম্বর করোনায় শনাক্ত হয়েছিল আড়াই হাজারের বেশি মানুষ।

নভেম্বর মাসের প্রথম ১০ দিনে দৈনিক গড়ে পরীক্ষা করা হয় প্রায় ১৩,৫০০। এ সময় গড়ে শনাক্ত হয় প্রায় ১,৬০০ জন।

দ্বিতীয় ১০ দিনে পরীক্ষা ও শনাক্তের হার কিছুটা বাড়ে। নভেম্বরের ১১ থেকে ২০ তারিখের মধ্যে দৈনিক গড়ে ১৫,২৫০ পরীক্ষার বিপরীতে প্রায় ২ হাজার জন শনাক্ত হয়।

শেষ ১০ দিনে দৈনিক গড়ে পরীক্ষা হয় প্রায় ১৫,০০০ এবং গড়ে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় ২,১৫০ জন।