বাংলাদেশের মানুষের আয় বেড়েছে।
সাত বছরে ৩৮ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি। এই বৃদ্ধি ঘটেছে গ্রামাঞ্চলের মানুষের মাসিক আয়ের ক্ষেত্রে।

২০১০ সালে গ্রামাঞ্চলের একজন মানুষের গড় মাসিক আয় ছিল ৯,৬৪৮ টাকা। সাত বছর পর তা বেড়ে ১৩,৩৫৩ টাকা হয়েছে।
একই সময়ে গ্রামাঞ্চলের একজন মানুষের ব্যয় বেড়েছে ৪৭ দশমিক ২৭ শতাংশ।
সাত বছর আগে-পরের আয়-ব্যয় বিবেচনা করলে? দেখা যাচ্ছে, গ্রামাঞ্চলের মানুষকে আয়ের অতিরিক্ত প্রায় ১০ শতাংশ অর্থের সংস্থান করতে হয় প্রতি মাসে।