
দেশের গ্রামাঞ্চলের অর্ধেকের বেশি বসতঘরের দেয়াল সিআই শিট বা কাঠের তৈরি।
সিআই শিটকে চলতি ভাষায় আমরা টিন নামে চিনি।
২০ শতাংশ ঘরের দেয়াল তৈরি হয় ইট/সিমেন্ট দিয়ে।
সাড়ে ১৩ শতাংশ ঘরের দেয়াল মাটি/ইট/কাঠের।
খড়/বাঁশ/পাতা দিয়ে তৈরি দেয়ালের ঘরের সংখ্যা তার চেয়ে ৩ শতাংশ কম।