ডেটা যেখানে মানুষের কাছাকাছি

গ্রামের মানুষ খাবারে খরচ নগরের চেয়েও বেশি কমিয়েছে

শেয়ার করুন
সূত্র: আয় ব্যয় ও দরিদ্রতা ২০১৬/ বিবিএস

বাংলাদেশের মানুষের টাকা খরচের ধরনে কি কোনো পরিবর্তন এসেছে?

২০১০ থেকে ২০১৬- সাত বছরের ব্যবধানে কিছু মৌলিক পরিবর্তনই ঘটেছে বলা যায়

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী মানুষের ব্যয়ের মৌল পরিবর্তনটি অবশ্য মন খারাপ করার মতো।

ব্যুরো বলছে, গ্রামের মানুষও নগরের মানুষের মতোই খাবারে খরচ কমিয়ে ফেলেছে।

খাবার ও পানীয় খাতে তারা খরচ কমিয়েছে ৮ শতাংশের বেশি, যা শহরের চেয়ে ২ শতাংশ বেশি।

উল্লেখযোগ্য হারে খরচ বেড়েছে গৃহায়ণ ও বাসাভাড়া (২.৫১ শতাংশ) এবং পোশাক ও জুতায় (২.৩৮ শতাংশ) ব্যয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *