শিশুদের গ্রামের ছবি আঁকা শেখানো হচ্ছে কোথাও?
খেয়াল করলেই দেখা যাবে, গ্রামের যে বাড়িটি তারা আঁকছে তা মাটির তৈরি। চারপাশে মাটির দেয়াল, ছাদে হয়তো টিন।
তবে বাস্তবতা হলো, বাংলাদেশের গ্রামাঞ্চলে মাটি/ইট/কাঠে ঘরের দেয়াল তৈরির সংখ্যা কমছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয় ব্যয় ও দরিদ্রতা ২০১৬ জরিপে উঠে এসেছে এ তথ্য।
একই জরিপ বলছে, খড়/বাঁশ/পাতায় ঘরের দেয়াল তৈরি কমছে গ্রামাঞ্চলে।
ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১০ সালে দেশের গ্রামাঞ্চলে ২০ দশমিক ৫৭ শতাংশ ঘরের দেয়াল ছিল মাটি/ইট/কাঠের তৈরি, যা এখন কমে ১৩ দশমিক ৫৭ শতাংশে নেমেছে।
একই সময়ে খড়/বাঁশ/পাতার ঘর ১২ শতাংশ কমে ১০ দশমিক ০৪ শতাংশ হয়েছে।
সাড়ে ছয় শতাংশ বেড়েছে ইট/সিমেন্টের দেয়ালঅলা ঘরের সংখ্যা।
সিআই শিট/কাঠের ক্ষেত্রে এই বৃদ্ধি ১২ শতাংশ। সিআই শিটকে আমরা চলতি ভাষায় টিন নামে চিনি।