নগর ও গ্রামাঞ্চল- বাংলাদেশের দুই এলাকাতেই বিদ্যালয়গামী শিশুর হার আশাব্যাঞ্জক।
তবে বিদ্যালয়গামী শিশুর সংখ্যায় নগরাঞ্চলের চেয়ে এগিয়ে আছে গ্রামাঞ্চল, বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডেটা।
নগরাঞ্চলে বসবাসকারী ৬-১০ বছর বয়সী ছেলে শিশুদের ৯১ দশমিক ৯ শতাংশ বিদ্যালয়ে যায়। একই বয়সসীমায় গ্রামাঞ্চল এগিয়ে ১ দশমিক ৩ শতাংশ।
১১-১৫ বছর বয়সী ছেলে শিশুদের ক্ষেত্রে বিদ্যালয়ে যাওয়ায় নগরাঞ্চলের চেয়ে গ্রামাঞ্চল এগিয়ে ২ দশমিক ৫ শতাংশ।
৬-১০ বছয় বয়সী মেয়ে শিশুদের ক্ষেত্রে ক্ষেত্রে গ্রামাঞ্চল নগরাঞ্চলের চেয়ে ২ দশমিক ১ শতাংশ এগিয়ে।
১১-১৫ বছর বয়সী মেয়ে শিশুদের ক্ষেত্রে গ্রামাঞ্চল এগিয়ে ৬ দশমিক ৭ শতাংশ।