প্রতিবছর শারীরিক নির্যাতনে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু হয়। এর মধ্যে কোনো কোনো ঘটনা প্রথাগত সংবাদমাধ্যমে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে (যেমন সম্প্রতি চট্টগ্রামে এক স্কুলশিক্ষার্থী হত্যা)। বাংলাদেশে ২০১৭ সালের ১১ মাসে ৫৭৪ জন শিশুকে হত্যা করা হয়। এর মধ্যে শারীরিক নির্যাতনে নিহত হয় ১২০ জন।