ডেটা যেখানে মানুষের কাছাকাছি

ফ্যাক্টচেক: ত্রিভুবনে হতাহত নিয়ে যুগান্তরের খবর কতটা ঠিক

শেয়ার করুন

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ইউ-এস বাংলার বিমান বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশিসহ মারা গেলেন ৫০ জন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সবার নজর এখন ত্রিভুবন বিমানবন্দরের দিকে।

এই ত্রিভুবন বিমানবন্দরের দুর্ঘটনা নিয়ে একটি ভুল খবর প্রকাশ হয়েছে দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে।  ভুল খবরটির শিরোনাম হলো ‘নেপালের সেই বিমানবন্দরে এগারো দুর্ঘটনায় ৪২৫ জন নিহত’।

সোমবার রাত সোয়া ৮টায় প্রকাশিত ভুল খবরটি মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ফেইসবুকে শেয়ার হয়েছে ৩,৮৬০ বার।

স্পর্শকাতর এই খবরটিতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

যুগান্তরের তথ্যগুলি aviation-safety.net ও আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু খবরের সঙ্গে যাচাই করে দেখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *