ডেটা যেখানে মানুষের কাছাকাছি

কার্ড পাওয়ায় বিশ্বকাপ শীর্ষে আর্জেন্টিনা

শেয়ার করুন

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি কার্ড পাওয়া দলটি হলো আর্জেন্টিনা।

৭৭টি ম্যাচ খেলে দলটি মোট কার্ড পেয়েছে ১২০টি। এর মধ্যে হলুদ কার্ডের সংখ্যা ১১১। লাল কার্ড ৮টি। দলটি ‘ডাবল হলুদ কার্ড’ও পেয়েছে এক ম্যাচে।

ফুটবলে একই খেলোয়াড়ের একই খেলায় দু’বার হলুদ কার্ড পাওয়ার বিষয়টি ‘ডাবল হলুদ কার্ড’ হিসেবে পরিচিত। সেক্ষেত্রে দু’বার হলুদ কার্ড দেখিয়ে খেলোয়াড়টিকে একটি লাল কার্ড দেখানো হয়ে থাকে।

সূত্র : ফিফা

সবচেয়ে বেশি বিশ্বকাপ ফুটবল ম্যাচ (১০৬) খেলা জার্মানি কার্ডের তালিকায় আছে দ্বিতীয় অবস্থানে (১১৭)।

জার্মানির চেয়ে দুই ম্যাচ কম খেলা ব্রাজিল কার্ড পাওয়ার শীর্ষ ১০-এর তৃতীয় অবস্থানে আছে (১০৮)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *