২৩ এপ্রিল বিশ্ব বই দিবস। এ উপলক্ষ্যে বিশেষ এই দেশে বই গ্রাফিক-প্রতিবেদন সিরিজ। এতে দেশের আট বিভাগের জেলাগুলোয় সরকারি গণগ্রন্থাগারের সংগ্রহশালা সম্পর্কে তথ্য থাকছে। জেনে নিন ঢাকা বিভাগের গণগ্রন্থাগারগুলো সম্পর্কে। প্রতিটি ছবি বড় আকারে দেখতে ছবির ওপর ক্লিক করুন।
• বই, সাময়িকী, পত্রিকা, পাঠকক্ষ ও ভবনের আয়তনের তথ্য গণগ্রন্থাগার অধিদফতরের ওয়েবসাইট থেকে সংগৃহীত।
• জনসংখ্যার হিসাব আদমশুমারি ২০১১ অনুযায়ী।