১৯৯১ সালে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে যেতে সক্ষম হয় বাংলাদেশ। এই উত্তরণের পরবর্তী ২৫ বছরে বাংলাদেশের দৈনিক পত্রিকার প্রকাশনায় অবিশ্বাস্য উল্লম্ফন ঘটেছে। ১৯৯৩ সালে দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ছিল ২০৪ যা ২০১৭ সালে এসে দাঁড়ায় ১,১৮৫তে। অর্থাৎ গত ২৫ বছর ধরে গড় করলে প্রতিবছর ৩৯টি নতুন পত্রিকা প্রকাশিত হয়েছে!
১. দেশে দৈনিক পত্রিকার সংখ্যা ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৩০০-এর নিচেই ছিল।
২. মূলত ২০০০ সাল থেকে দৈনিক পত্রিকা প্রকাশনায় উর্ধ্বগতির শুরু যাতে ছেদ পড়ে ২০১০ সালে।
৩. দৈনিক পত্রিকা প্রকাশনা বিস্ময়করভাবে বাড়তে শুরু করে ২০১১ সাল থেকে যা গতবছর হাজার ছাড়িয়ে গেছে।