কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে সংবাদমাধ্যমে এ বিষয়ক ডেটার দায়িত্বশীল ব্যবহার বিষয়ে সংবাদকর্মীদের সচেতন ও দক্ষ করার লক্ষ্যে ওয়েবিনার আয়োজন করছে ডেটাফুল। ধারাবাহিক ওয়েবিনারের দ্বিতীয়টি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩-০৭-২০২০ তারিখে।
‘কোভিড–১৯: চার্টে ডেটা ব্যবহার করবেন কিভাবে’ শিরোনামের ওয়েবিনারে বক্তব্য উপস্থাপন করবেন বিশ্বের শীর্ষস্থানীয় ডেটা সাংবাদিক ও ডেটা সাংবাদিকতার শিক্ষক আলবার্তো কায়রো।
ওয়েবিনারটি যমুনা টেলিভিশন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হবে।
আলবার্তো কায়রো মিয়ামি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের একজন প্রখ্যাত ভিজ্যুয়াল সাংবাদিক। তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামি বিশ্ববিদ্যালয়ের নাইট সেন্টার ফর জার্নালিজমের চেয়ার। তিনিই প্রথম “ইন্ট্রোডাকশন টু ইনফোগ্রাফিক্স অ্যান্ড ডেটা ভিজ্যুয়ালাইজেশন” শিরোনামে বড় পরিসরে একটি উম্মুক্ত অনলাইন কোর্স চালু করেছিলেন।
সবার জন্য উম্মুক্ত এ ওয়েবিনারে অংশ নিবে পারবে মোট ১০০ জন। এতে অংশ নিতে বিনামূল্যে নিবন্ধন করুন এই লিঙ্কে : https://bit.ly/djdc2
বাংলায় ডেটা কনটেন্টের প্রথম উদ্যোগ ডেটাফুলের ধারাবাহিক আয়োজনের প্রথমটি হয়েছিল গত ৩ জুলাই। ‘কোভিড-১৯ : ডেটার সঠিক বেঠিক ব্যবহার’ শিরোনামের এই ওয়েবিনারে আলোচক বিশ্বের আরেক শীর্ষ ডেটা সাংবাদিক ও লেখক পল ব্র্যাডশ।