গত বছরের ৮ মে নানাপদে কর্মী নিয়োগে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল বিটিভি। তাতে নতুন পাঁচজন লাইসেন্স পরিদর্শকও চাওয়া হয়।
কিন্তু দেশে টিভি লাইসেন্সের যে অবস্থা তাতে সন্দেহ হয় অচিরেই এই পদ বিলুপ্ত করতে হয় কি না!
২০০২ সালে দেশে লাইসেন্স করা রঙিন টিভির সংখ্যা ছিল ৬ লাখ ১৭ হাজার ৩৫৮টি।
১৫ বছরের ব্যবধানে, অর্থাৎ ২০১৬ সালে এই সংখ্যা এসে ঠেকেছে ১৭০-এ!
২০০৫ থেকে কমতে শুরু করে লাইসেন্সের সংখ্যা। ২০১২ থেকে তা শয়ের ঘরে নেমে আসে।