[একুশে বইমেলায় এবার ৪,৭৬৪টি বই প্রকাশিত হয়েছে। সেই তালিকার ৩,৬৯৭টি বই নিয়ে এই প্রতিবেদন। যেসব বিষয়ে অন্তত ২০টি বই প্রকাশ হয়েছে সেগুলো এই তালিকায় রয়েছে।]
বাংলাদেশে কবির সংখ্যা ঔপন্যাসিকের সংখ্যার ৫ গুণ। সম্প্রতি শেষ হওয়া অমর একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা সে কথাই বলে!
প্রকাশিত বই নিয়ে বাংলা একাডেমির যে তালিকা তাতে দেখা যায় সবচেয়ে বেশি প্রকাশ হয়েছে কবিতার বই (১৫০০টি)। দ্বিতীয় স্থানে রয়েছে ছোটগল্পের বই (৫০০টির বেশি)। উপন্যাস প্রকাশ হয়েছে ৩০০টি।
নিচের ৯টি বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০-এরও কম। এগুলোর মধ্যে বৈজ্ঞানিক কল্পকাহিনির সংখ্যা ৪০টি।
১০০টির কম বই বেরিয়েছে- এমন বিষয়ের মধ্যে ইতিহাস, গবেষণা ও মুক্তিযুদ্ধও রয়েছে। পাঁচ বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি বেরিয়েছে জীবনী ভিত্তিক বই।
বইমেলায় শিশুকিশোরদের জন্য প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০০টির বেশি। প্রবন্ধের বইয়ের সংখ্যা আড়াইশর কাছাকাছি।