ডেটা যেখানে মানুষের কাছাকাছি

ঈদের দিনগুলিতে বায়ুদূষণ কেমন

শেয়ার করুন
► ১৫-১৬ জুন

ঈদের আগের দিন ঢাকা, খুলনা ও রাজশাহীর বাতাসে দূষণ ছিল ‘সতর্কতা’ পর্যায়ে। ঈদের দিন ঢাকা ও রাজশাহীতে তা ‘সহনীয়’ মাত্রায় নেমে নেমে এলেও খুলনায় ছিল অপরিবর্তিত।

চট্টগ্রামে ঈদের আগে ও ঈদের দিন বাতাস ছিল ‘ভাল’ পর্যায়ে।

সূত্র : বাংলাদেশ পরিবেশ অধিদফতর
► ১৭-১৮ জুন

ঈদের পরের দিনও ঢাকার বায়ুদূষণ ‘সহনীয়’ মাত্রায় ছিল যা ১৮ জুন আবার ‘সতর্কতা’ পর্যায়ে উঠে যায়।

চট্টগ্রামের বাতাস ঈদের পরের দু’দিনই ছিল ‘ভাল’।

অন্য জেলাগুলিতে বাতাসে দূষণ ছিল ‘সহনীয়’; ১৮ জুন রাজশাহী ছিল এর ব্যতিক্রম। এদিন সেখানে বায়ুদূষণ ছিল ‘সতর্কতা’ পর্যায়ে।

সূত্র : বাংলাদেশ পরিবেশ অধিদফতর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *