ডেটা যেখানে মানুষের কাছাকাছি

জুলাইয়ে ১০ দিন: বায়ুমান শীর্ষে চট্টগ্রাম

শেয়ার করুন

চট্টগ্রাম জেলা: ১০ দিনই চট্টগ্রামের বাতাস ছিল ‘ভাল’।


ঢাকা জেলা: ১০ দিনের ৮ দিনই ঢাকায় বায়ুদূষণ ছিল ‘সহনীয়’ পর্যায়ে।


গাজীপুর জেলা: জুলাইয়ের প্রথম ১০ দিনে বায়ুদূষণে সবচেয়ে বেশি তারতম্য দেখা গেছে শিল্পাঞ্চল গাজীপুরে।


বরিশাল জেলা: এখানে বায়ুমান ‘ভাল’ আর ‘সহনীয়’ ছিল সমান সমান।


খুলনা জেলা: ৯ দিনই বাতাসের মান ছিল ‘ভাল’।


নারায়ণগঞ্জ জেলা: জেলার ৫ দিনের ডেটা পাওয়া যায়নি।


রাজশাহী জেলা: বেশিরভাগ দিন বায়ুদূষণ ‘সহনীয়’ মাত্রায় ছিল।


সিলেট জেলা: ১০ দিনের আট দিনই ‘ভাল’ বাতাসে শ্বাস নিতে পেরেছেন এখানকার মানুষ।


বায়ুমান ডেটার সূত্র: বাংলাদেশ পরিবেশ অধিদফতর

পরিবেশ অধিদফতর উল্লেখিত আটটি জেলার বায়ুদূষণ নিয়মিত পরিমাপ করে থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *