বাংলদেশে সেবা ও শিল্প খাতের কর্মীরা আইএলও নির্ধারিত সাপ্তাহিক কর্মঘণ্টার চেয়ে বেশি সময় কাজ করেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ থেকে এ তথ্য জানা যাচ্ছে।
২০১৫-১৬ সালের এ জরিপে দেখা যায়, শুধু কৃষিখাতে ক্ষেত্রে ৪৮ ঘণ্টার সীমাটি কার্যকর (৪১ ঘণ্টা)।
শিল্প খাতে জাতীয় পর্যায়ে সামগ্রিকভাবে সাপ্তাহিক কর্মঘণ্টা ছিল ৫৫ ঘণ্টা। সেবাখাতেও সাপ্তাহিক কর্মঘণ্টা ছিল ৫৫ ঘণ্টা ।
নারী-পুরুষ পৃথক ভাবে বিবেচনায় নিলে দেখা যায়, পুরুষদের সাপ্তাহিক কর্মঘণ্টা নারীদের চেয়ে বেশি।
সেবাখাতে নারীদের কর্মঘণ্টা জাতীয় পর্যায়ে কর্মঘণ্টা ৪৮ হলেও গ্রাম ও নগরাঞ্চলে তা যথাক্রমে ৩ ও ১ ঘণ্টা করে কম ছিল। শিল্প খাতে জাতীয় প্যায় এবং গ্রাম ও নগর সব জায়গাতেই কর্মঘণ্টা স্বীকৃত সীমার চেয়ে বেশি ছিল।
পুরুষদের ক্ষেত্রে কৃষি ছাড়া বাকি দুই ক্ষেত্রেই কর্মঘণ্টা স্বীকৃত সীমার চেয়ে ৭-৮ ঘণ্টা বেশি।