ডেটা যেখানে মানুষের কাছাকাছি

রেমিট্যান্সের ৭৫% চলে যায় ঘরদোর ঠিক করায়

শেয়ার করুন

প্রবাসীর পাঠানো অর্থের সবচেয়ে বড় অংশটি বাড়ি-ঘর সংশ্লিষ্ট কর্মকাণ্ডে খরচ করে ফেলে বাংলাদেশের মানুষ।

সূত্র: রেমিট্যান্স থেকে বিনিয়োগ জরিপ ২০১৬ / বিবিএস

এই খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে চট্টগ্রামের মানুষ, জানা যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ প্রতিবেদন থেকে। সবচেয়ে কম বিনিয়োগ করে ঢাকার অধিবাসীরা।

প্রবাসীর স্বজনদের কাছে বিনিয়োগে গুরুত্বে দ্বিতীয় খাতটি হলো পুকুর কাটা, মাটি ভরাট, সেচের খাল/নালা খনন; তবে মোট বিনিয়োগের ১০ শতাংশও নয়।

সূত্র: রেমিট্যান্স থেকে বিনিয়োগ জরিপ ২০১৬ / বিবিএস

বিভাগের হিসাবে ৫ শতাংশের বেশি বিনিয়োগ যায় জমির মালিকানা বদলানোয়।

সূত্র: রেমিট্যান্স থেকে বিনিয়োগ জরিপ ২০১৬ / বিবিএস

ব্যবসায় বিনিয়োগে এগিয়ে রাজশাহীর মানুষ। একমাত্র এই বিভাগে বসবাসকারী স্বজনরাই প্রবাসীর পাঠানো অর্থের ১০ শতাংশের বেশি ব্যবসায় বিনিয়োগ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *