খবর ২০১৬ সালের। জনসমক্ষে এলো গত বছরের শেষ নাগাদ।
কী সেই খবর? না, দেশ-বিদেশ বিবেচনায় বোমা ফাটানোর মতো কোনো খবর নয়। বরিশাল বিভাগের নগরাঞ্চলের ঋণগ্রস্তদের নিয়ে খবর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, বিভাগীয় পর্যায়ে নগরাঞ্চলে ঋণগ্রস্ত ঘরের সংখ্যা বিবেচনায় সবার চেয়ে এগিয়ে বরিশাল।
এখানে নগরাঞ্চলে ৩৯ দশমিক ২ শতাংশ ঘরের কেউ না কেউ ঋণ নিয়েছেন।
নগরাঞ্চলে ঋণগ্রহীতা ঘরের সংখ্যা সবচেয়ে কম রংপুর বিভাগে।
যদিও জাতীয় পর্যায়ে হিসেব করলে ঋণগ্রহীতা ঘরের সংখ্যায় রংপুরই সবচেয়ে এগিয়ে।
সবক্ষেত্রেই ঋণ নেয়া হয়েছে বন্ধুবান্ধব, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে।