ডেটা যেখানে মানুষের কাছাকাছি

বাংলাদেশে চিঠি লেখা কতটা কমেছে

শেয়ার করুন

মোবাইলের যুগ।  ইন্টারনেটের যুগ।  এই যুগেও বাংলাদেশের মানুষ চিঠিপত্র লেখে?

নিচে গ্রাফে দেখুন চিঠির সংখ্যায় কী ধরনের পরিবর্তন এলো:

সূত্র: ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় / বিবিএস

২০০৮ থেকে ২০১৬।  এই এক যুগের ডাক বিষয়ক ডেটা বলছে, চিঠির সংখ্যা কমেছে।

চিঠির এই কমতির হার কেমন? ততটা হয়ত নয়, যতটা আশঙ্কাজনক বলে নগরের মানুষ ‘ধারণা’ করে থাকি।  পরিবর্তনের ধরন দেখুন নিচের গ্রাফে।

সূত্র: ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় / বিবিএস

চিঠির হারে বড় ধরনের কমতি শুরু হয় ২০০৫-০৬ অর্থবছর থেকে (অর্থাৎ জুলাই, ২০০৫ থেকে জুন, ২০০৬)।

ক্রমান্বয়ে বেশিরভাগ অর্থবছরে আগের তুলনায় কমলেও ২০১১-১২ ও ২০১৫-১৬ অর্থবছরে আগের বছরের তুলনায় চিঠির সংখ্যা বাড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *