দেশের অন্যান্য বিভাগ থেকে ঢাকা বিভাগে অভিবাসী হওয়া মানুষের সংখ্যা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গত দুই বছরের অভিবাসন ডেটা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
২০১৬ সালে ঢাকা বিভাগে নারী অভিবাসনের হার ছিল হাজারে ৯০ এর কাছাকাছি। গতবছর তা নেমে এসেছে ৮০তে।
অন্যদিকে ২০১৬ সালে হাজারে প্রায় ৮০ জন পুরুষ দেশের অন্যান্য বিভাগ থেকে ঢাকায় অভিবাসী হয়েছিলেন। এই অভিবাসন হার গতবছর ছিল ৭৫-এর কম।
২০১৬ সালে ঢাকা বিভাগে নারী অভিবাসনের হার ছিল হাজারে ৯০ এর কাছাকাছি। গতবছর তা নেমে এসেছে ৮০তে।
অন্যদিকে ২০১৬ সালে হাজারে প্রায় ৮০ জন পুরুষ দেশের অন্যান্য বিভাগ থেকে ঢাকায় অভিবাসী হয়েছিলেন। এই অভিবাসন হার গতবছর ছিল ৭৫-এর কম।
ঢাকা বিভাগ ছেড়ে যাওয়ার হারে পরিবর্তন এসেছে বেশি।
২০১৬ সালে হাজারে ১০০-এর বেশি নারী ঢাকা ছেড়ে দেশের অন্যান্য বিভাগে অভিবাসী হয়েছিলেন। গতবছর এই অভিবাসন হার কমে দাঁড়ায় ৬০-এর কিছু বেশি।
পুরুষদের ক্ষেত্রে ২০১৬ সালে ঢাকা বিভাগ ছেড়ে যাওয়ার হার ছিল ৯০-এর ঘরে। গতবছর তা ৬০-এর চেয়ে কিছুটা কমেছে।
আদমশুমারি ২০১১ অনুযায়ী ঢাকা বিভাগের জনসংখ্যা পৌনে পাঁচ কোটি।