চট্টগ্রাম বিভাগ থেকে দেশের অন্যান্য বিভাগে অভিবাসীর সংখ্যা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গত দুই বছরের অভিবাসন ডেটা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
২০১৬ সালে হাজারে প্রায় ৮০ জন নারী চট্টগ্রাম ছেড়ে দেশের অন্যান্য বিভাগে অভিবাসী হন। গতবছর এই অভিবাসন হার বেড়ে দাঁড়ায় ৯০-এর ঘরে।
পুরুষদের ক্ষেত্রে ২০১৬ সালে চট্টগ্রাম বিভাগ ছেড়ে যাওয়ার হার ছিল ৬০-এর ঘরে। গতবছর তা বেড়ে ৯০ ছুঁই ছুঁই হয়েছে।
কমেছে চট্টগ্রাম বিভাগে অভিবাসীর সংখ্যা। তা নারী-পুরুষ দুই ক্ষেত্রেই।
২০১৬ সালে ঢাকা বিভাগে নারী অভিবাসনের হার ছিল হাজারে ৮০ এর খানকিটা বেশি। গতবছর তা কমে ৭০-এর কাছে পৌঁছেছে।
অন্যদিকে ২০১৬ সালে হাজারে প্রায় ৬৮ জন পুরুষ দেশের অন্যান্য বিভাগ থেকে চট্টগ্রাম অভিবাসী হন। এই অভিবাসন হার গতবছর খানিকটা কমে ৬২ হয়েছে।
আদমশুমারি ২০১১ অনুযায়ী চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা পৌনে তিন কোটির বেশি।