ডেটা যেখানে মানুষের কাছাকাছি

দেশের মানুষ দুধ-ফল খাওয়া কমিয়েছে

শেয়ার করুন
সূত্র: আয় ব্যয় ও দরিদ্রতা ২০১৬ / বিবিএস

আগের তুলনায় ফল এবং দুধ ও দুধজাত খাবার খাওয়া কমিয়েছে বাংলাদেশের মানুষ।

আর তা নগর-গ্রাম মিলিয়ে সামগ্রিকভাবেই।

২০১০ সালে বাংলাদেশে মাথাপিছু ফল খাওয়ার পরিমাণ ছিল ৪৪ দশমিক ৭ গ্রাম।

সাত বছরের ব্যবধানে তা প্রায় ৯ গ্রাম কমে গেছে।

দুধ ও দুধজাত খাবারের পরিমাণ কমেছে মাথাপিছু প্রায় ৬ গ্রাম।

তবে সুনির্দিষ্ট তালিকায় পড়ে না- এমন খাবারের পরিমাণ মাথাপিছু বেড়েছে প্রায় ৮ গ্রাম।  সামান্য বেড়েছে ঘরের বাইরে খাওয়া।ও।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *