সাড়ে ১২ হাজার পদ ফাঁকা
২০১৬ সালের হিসেব অনুযায়ী, বাংলাদেশে রেলওয়ের মোট অনুমোদিত ৪১,৫৬৮ পদের মধ্যে ১২,৫০৪টি ফাঁকা। শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি চতুর্থ শ্রেণীর পদে।
মাথাপিছু আয় ও তাপ নিয়ন্ত্রিত শ্রেণীর যাত্রী
২০০৮-০৯ অর্থবছর থেকে রেলে তাপ নিয়ণ্ত্রিত কক্ষে যাত্রী বেড়েছে বিপুল সংখ্যায়। ২০০৭-০৮ অর্থবছরে এই সংখ্যা ছিল ৩৪,০০০ যা এক বছরের ব্যবধানে হয়ে যায় ঠিক দ্বিগুণ। ২০১৬-১৭ অর্থবছরে ট্রেনে তাপ নিয়ন্ত্রিত কক্ষে যাত্রী সংখ্যা ছিল ২ লাখ ৬৮ হাজার।
২০০৮ সালেই বাংলাদেশে মানুষের মাথাপিছু আয় ৬০০ ডলারে পৌঁছায়; যা ২০১৬ সালে দাঁড়ায় ১ হাজার ৩১০ ডলারে।
কর্মী কমেছে ১৫,০০০
২০ বছরে বাংলাদেশ রেলওয়ের কর্মচারীর সংখ্যা কমেছে ১৫ হাজার। আর যাত্রীর সংখ্যা হয়েছে দ্বিগুণের বেশি। ১৯৯৫-৯৬ অর্থবছরে রেলে মোট যাত্রীর সংখ্যা ছিল তিন কোটি, যা ২০১৩-১৪-এ এসে হয়েছে সাত কোটি।