ডেটা যেখানে মানুষের কাছাকাছি

রাজবাড়ী-১: আওয়ামী লীগ ৩, বিএনপি ১

শেয়ার করুন

১৯৯১ থেকে ২০০৮।  এই ১৭ বছরে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে চারটি। নির্বাচনগুলোয় কেমন বদলালো দেশে দলভিত্তিক ভোটের ধারা? তাই নিয়ে নিয়মিত আয়োজন।

এই আসনে ৯১ সালের পরের তিন নির্বাচনে প্রার্থী বদলায়নি আওয়ামী লীগ।  যদিও ওই প্রার্থী তার তিন দফা প্রতিদ্বন্দ্বিতায় একবার পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থীর কাছে।

২০০১ সালে পরাজিত হলেও ২০০৮-এ তাকেই প্রার্থী করে আওয়ামী লীগ।

সূত্র: নির্বাচনী পরিসংখ্যান / বাংলাদেশ নির্বাচন কমিশন

বিএনপি এই আসনে প্রার্থী বদলেছে দু’বার।  দ্বিতীয় দফায় প্রার্থী বদলে সাফল্য পেয়ে, ২০০৮ সালেও একই প্রার্থী রাখে দলটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *