[১৯৯১ থেকে ২০০৮। ১৮ বছরে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে চারটি। নির্বাচনগুলোয় কেমন বদলালো দেশে দলভিত্তিক ভোটের ধারা? তাই নিয়ে নিয়মিত আয়োজন।]
১৯৯১ থেকে ২০০৮। এই সময়ের চারটি সংসদ নির্বাচনেই নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মো ফজলুর রহমান।
এর মধ্যে টানা তিনবার জয়ী হন দেশের মানুষের কাছে ফজলুর রহমান পটল নামে বেশি পরিচিত এই রাজনীতিক।
চারদলীয় জোট সরকারে আমলে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় পটল দেশব্যাপী পরিচিত লাভ করেন।
২০০৮ সালের সংসদ নির্বাচনে তাকে পরাজিত করেন জাতীয় পার্টির প্রার্থী মো আবু তালহা।
ওই নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অংশ।