[১৯৯১ থেকে ২০০৮। ১৮ বছরে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে চারটি। নির্বাচনগুলোয় কেমন বদলালো দেশে দলভিত্তিক ভোটের ধারা? তাই নিয়ে নিয়মিত আয়োজন।]
১৮ বছর ধরেই এ আসনে বিএনপির প্রার্থী এম সাইফুর রহমান।
১৯৯১ সালে প্রথম দফায় হারেন আওয়ামী লীগের আজিজুর রহমানের কাছে।
সেই আজিজুরকে পরাস্ত করেন পরের দুই দফায় ।
২০০৮ সালে নির্বাচনী মঞ্চে আসেন সৈয়দ মহসিন আলী। নির্বাচনে হারেন সাইফুর রহমান।