[১৯৯১ থেকে ২০০৮। ১৮ বছরে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে চারটি। নির্বাচনগুলোয় কেমন বদলালো দেশে দলভিত্তিক ভোটের ধারা? তাই নিয়ে নিয়মিত আয়োজন।]
এই আসনে ১৯৯১ ও ৯৬-এ জয়ী হন আবু লেইছ মো মুবিন চৌধুরী।
ওই দুইবারই তিনি ছিলেন জাতীয় পার্টির প্রার্থী।
২০০১-এ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট। সেবার বিএনপি থেকে মনোনয়ন নিয়ে দাঁড়ালেন আবু লেইছ।
তার বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শাহ এ এম এস কিবরিয়া। প্রায় ৮ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত হন লেইছ।
তার পরাজয়ের ধারা ২০০৮ এর সংসদ নির্বাচনেও অব্যাহত থাকে। যদিও সেবার আওয়ামী লীগের প্রার্থী শাহ কিবরিয়া ছিলেন না।
২০০৫ সালে হবিগঞ্জেই এক সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা কিবরিয়া।