১৯৯০ এর ৬ ডিসেম্বর। পতন হলো স্বৈরশাসক এইচ এম এরশাদের। ১৯৯১-তে গণতন্ত্রে উত্তরণ।
সেই ১৯৯১ থেকে ২০১৪। দুই যুগে পাঁচটি জাতীয় সংসদ নির্বাচন। সবগুলো নির্বাচনের ভোট-সংক্রান্ত তথ্য এক মলাটে আনার উদ্যোগ নিয়েছে আমারএমপি.কম।
বাংলায় ডেটা কনটেন্ট ভিত্তিক প্রথম পোর্টাল ডেটাফুল.এক্সওয়াইজেড প্রকাশনাটিতে সার্বিক সহযোগিতা করছে। এতে ৩০০ আসনের প্রতিটির প্রার্থী, ভোট সংখ্যা, বিজয়ীর ভোটের ব্যবধানসহ বিভিন্ন ডেটা থাকছে জানান আমারএমপি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত দাশগুপ্ত।
তিনি জানান, তথ্যগুলি পরিবেশিত হবে ইনফোগ্রাফিক হিসেবে।
৩০০ আসনের তথ্য বিন্যাস ও ভিজ্যুয়ালাইজেশনের কাজটি করছে ডেটাফুল.এক্সওয়াইজেড। ডেটা কনটেন্ট ভিত্তিক এই পোর্টালটি শুরু থেকেই নির্বাচনী ডেটা নিয়ে ইনফোগ্রাফিক প্রকাশ করে আসছে যা পাঠক আগ্রহের সাথে গ্রহণ করেছে।