[১৯৯১ থেকে ২০০৮। ১৮ বছরে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে চারটি। নির্বাচনগুলোয় কেমন বদলালো দেশে দলভিত্তিক ভোটের ধারা? তাই নিয়ে নিয়মিত আয়োজন।]
চারটি নির্বাচনে ঢাকার এই আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপি পালাক্রমে জয়ী হয়।
এই আসনে দুটি দলের প্রার্থীই বহুল পরিচিত। আওয়ামী লীগের ছিলেন সাবের হোসেন চৌধুরী, বিএনপির ছিলেন মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকা।

১৯৯১-এ আব্বাস জয়ী হন। ১৯৯৬-এ জয় পান সাবের।
২০০১-এ আবার আব্বাস জয়ী হন সাবেরকে হারিয়েই।
২০০৮-এ আসনটিতে আবার জয় পায় আওয়ামী লীগ। তবে সেবার দু দলের কোনোটিতেই আগের প্রার্থী ছিল না।
আওয়ামী লীগের ছিলেন মিজানুর রহমান খান। বিএনপির ছিলেন সাদেক হোসেন খোকা।