[১৯৯১ থেকে ২০০৮। ১৮ বছরে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে চারটি। নির্বাচনগুলোয় কেমন বদলালো দেশে দলভিত্তিক ভোটের ধারা? তাই নিয়ে নিয়মিত আয়োজন।]
চার নির্বাচনে দুবার করে আসনটি ভাগাভাগি হয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।
১৯৯১-২০০৮ টানা একই প্রার্থী রেখেছে বিএনপি।
আওয়ামী লীগ ২০০৮-এ প্রার্থী বদলায়। বর্তমানে বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি সেবারই প্রথম নির্বাচনে দাঁড়ান।
২০১৪-এর সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি থেকে।