১৯৯১ থেকে ২০০৮। এই ১৭ বছরে চারটি জাতীয় সংসদ নির্বাচনে প্রধান চার রাজনৈতিক দলই অংশ নেয়। নির্বাচনগুলোয় কেমন বদলালো দেশে দলভিত্তিক ভোটের ধারা? তাই নিয়ে নিয়মিত আয়োজন।

আসনের সীমানার ক্ষেত্রে সর্বশেষ ২০১৩ সালে নির্বাচন কমিশনের পুনর্নিধারিত সংসদীয় আসনের তালিকা অনুসরণ করা হয়েছে্।