ডেটা যেখানে মানুষের কাছাকাছি

চট্টগ্রামের কোন্ জেলার সড়কে প্রাণহানি বেশি

শেয়ার করুন

দেশের ৬৪ জেলার ১০ বছরের (২০০৮ থেকে ২০১৭) সড়ক দুর্ঘটনার ডেটা। এর ভিত্তিতে আট বিভাগের সামগ্রিক দুর্ঘটনা-পরিস্থিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে ডেটাফুল। আজ চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি।


১. প্রতিদিনের সড়ক দুর্ঘটনার খবর প্রতিদিন সংবাদমাধ্যমে পড়ে/শুনে/দেখেই শেষ হয়ে যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লা জেলায়। তারপরই রয়েছে চট্টগ্রাম জেলা। তবে কুমিল্লায় গতবছর তার আগের বছরের চেয়ে দুর্ঘটনার সংখ্যা কিছুটা কমেছে।

ডেটা: পুলিশ সদর দফতর/বিবিএস

২. সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ক্ষেত্রেও শীর্ষে রয়েছে কুমিল্লা। দ্বিতীয় স্থানে চট্টগ্রাম জেলা।

ডেটা: পুলিশ সদর দফতর/বিবিএস

৩. সাধারণত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রাধান্য পেয়ে থাকে। ২০০৯ সালে দুর্ঘটনায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি ছিল চট্টগ্রাম জেলায়। ১০ বছরের বিবেচনায় দুর্ঘটনায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লা জেলায়। গতবছরও চট্টগ্রাম বিভাগে এই জেলাতেই সর্বোচ্চ সংখ্যক মানুষ দুর্ঘটনায় আহত হন।

ডেটা: পুলিশ সদর দফতর/বিবিএস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *